প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : আনসার ও ভিডিপি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে……উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান
নিউজ ডেস্ক :: শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগী হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক এবং তার পক্ষে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান,বিভিএমএস,পিএএমএস, ৩০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ( ২৪শে ডিসেম্বর ) মঙ্গলবার সকালে আখালিয়া আনসার ও ভিডিপির সিলেট জেলা অফিস কার্যলয়ে মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্যে উপমহাপরিচালক জিয়াউল হাসান বলেন, “মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের সবার এগিয়ে আসা উচিত।”এ সময় তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তৃণমূল মানুষের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরণের কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। আনসার ও ভিডিপির মহাপরিচালক এর নেতৃত্বে বাহিনী সামাজিক নিরাপত্তা বিধানে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মহাপরিচালকের তেমনি একটি কল্যাণধর্মী ও সামাজিক উদ্যোগ।
এর আগে উপমহাপরিচালক গতকাল সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলায় ৩০০ তৃণমূল দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। আজ সিলেট জেলার ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
তিনি আরো বলেন,আনসার ও ভিডিপি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র পেয়ে সিলেটের অসহায় মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।শীতবস্ত্র পেয়ে তারা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আনসার ও ভিডিপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান তিনি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী পরিচালক তানিয়া আক্তার ও সিলেট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest