প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২
নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় সফরে বিলেতে আছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। এজন্য সুনামগঞ্জ জেলার ১৭টিসহ দেশের শত সেতুর উদ্বোধন আপাতত পিছিয়েছে। তিনি ফিরলেই এসব সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারিত হবে।
জানা গেছে, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নানের উদ্যোগে নিজ নির্বাচনী এলাকা জগন্নাথপুরের রাণীগঞ্জে কুশিয়ারা নদীর উপর ১৫৫ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগের সর্ববৃহৎ সেতু নির্মাণ করা হয়েছে। একই সাথে ১১৩ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে সেতু নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সুনামগঞ্জবাসীর স্বপ্নের এ দুই সেতুসহ ১৭টি সেতু রয়েছে উদ্বোধনের তালিকায়। সবমিলিয়ে দেশের বিভিন্ন স্থানের ১০০টি সেতু আগামী ২৯ অক্টোবর উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিদেশ সফরে থাকায় আপাতত উদ্বোধন কাজ পেছানো হয়েছে।
আগামী ৭ বা ৮ নভেম্বর এসব সেতু উদ্বোধন হওয়ায় সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘মন্ত্রী মহোদয় বিদেশে সফরে আছেন। এরমধ্যে ২৯ অক্টোবর আমাদের ১৭টি সহ সারাদেশে ১০০টি সেতু উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তিনি বিদেশে থাকার বিষয়টি আমরা মন্ত্রণালয়ে জানাই। যদিও মন্ত্রী মহোদয় বিদেশ থাকলেও উদ্বোধন কাজ পিছিয়ে না নিতে বলেছিলেন। তবে ২৯ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি না পাওয়ায় এসব সেতু উদ্বোধনের তারিখ পরিবর্তন করতে হচ্ছে। শিগগিরই আলাপ-আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest