প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
নিউজ ডেস্ক :: সোমবার দুপুরে সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে সিলেট জেলার ১৩ টি উপজেলার ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার, প্লাটুন কমান্ডার, সহকারী প্লাটুন কমান্ডার ও সদস্যদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে প্রান্তিক পর্যায়ে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার প্রতি আহ্বান জানান।
তিনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী সকল কর্মকান্ড প্রতিহত করার লক্ষ্যে নজরদারি বৃদ্ধি, তথ্য সংগ্রহ এবং সঠিক কমান্ড চ্যানেলে সে সকল তথ্য অবগত করার নির্দেশনা দেন।
তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ,এসজিপি,এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি এর চলমান কাঠামোগত সংস্কার এর অংশ হিসেবে বাহিনী এবং সমাজে নায্যতা বিধান এবং মৌলিক অধিকার ও কল্যাণধর্মী কাজে নিজেদের নিয়োজিত করার দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি আনসার-ভিডিপি ক্লাব-সমিতিগুলো পুনরুজ্জীবিত করার মাধ্যমে নিজেদের ও সমাজের তথা দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন । মহাপরিচালকের চলমান সংস্কার কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে বাহিনীকে দেশের মানুষের কাছে আরো গতিশীল, গ্রহণযোগ্য এবং সত্যিকারে দেশপ্রেমিক বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য সবার সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন ৷ পরিশেষে তিনি কমান্ডারদের মাঝে প্রাধিকার মোতাবেক তাদের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এবং তাদের মাঝে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাইসাইকেল বিতরণ করেন ।
তাদের অবদানের স্বীকৃতি পেয়ে বাহিনীর সদস্যরা আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করবেন বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তারা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী পরিচালক তানিয়া আক্তার ও সোহেল রানা এবং সিলেট জেলার সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest