প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২
নিউজ ডেস্ক : বাংলাদেশ পাওয়ার সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন সিলেট বিভাগের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মো. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ পাওয়ার সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও আইডিইবি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ আইডিইবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক উদ্দীন আহমেদ, বাংলাদেশ পাওয়ার সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মো. রাহাত কামাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শিমুল।
ফেডারেশনের সিলেট বিভাগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীনের পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. মছনুল আলম ও গীতা পাঠ করেন বাবুল চন্দ্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট বিভাগের সদস্য সচিব ও আইডিইবি সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। শপথ গ্রহণ ও পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আহমেদ তালুকদার, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা তছলিমা আক্তার পলি, নির্বাহী সদস্য মো. কামরুজ্জামান, মো. আনিসুল ইসলাম মৃধা, পিজিসিবি’র সদস্য নাজমুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহমুদুর রশীদ মসরুর বাংলাদেশ পাওয়ার সেক্টরস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন সিলেট বিভাগের নব গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest