প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
সিলেট২৪এক্সপ্রেস ডেস্ক : শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের অবৈধ ধর্মঘট ও হরতাল অবরোধের প্রতিবাদে সরকারী কলেজ ছাত্রলীগ ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে।
সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আনছার আলীর পরিচালনায়, উপস্থিত ছিলেন,সরকারী কলেজ এর মেধাবী ছাত্রলীগ নেতা, মহানগর ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক, কনক পাল অরুপ,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এম এ আকাশ উপস্থিত ছিলেন।
আনছার আলী বলেন; “বিএনপি জামাতের অবৈধ হরতাল নতসাৎ করে দিতে সিলেট ছাত্রলীগ সদা তৎপর। যেকোন ধরনের নাশকতা মোকাবেলায় ছাত্রলীগ মাঠে ছিল এবং থাকবে”
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়েম আহমদ,সরকারী কলেজ ছাত্রলীগ নেতা নূর মুহাম্মদ,ফাইয়্যাদ আহমদ জামিল, কাওছার উদ্দিন,রেজাউল হক,শামিম আহমদ,নাইম চৌধুরী,জুহের চৌধুরী,ছামাদ আহমদ,তুহিন আহমদ,হৃদয় আহমদ,আরমান আহমদ, আলী হোসেন,চয়ন আহমদ,প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest