প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেটে সাংগঠনিক কার্যক্রম বাড়িয়ে দলকে চাঙা করছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ। ইতোমধ্যেই দলটি সিলেট জেলায় দুই দিনব্যাপী গণযোগদান কর্মসূচি পালন করেছে। এতে গণ অধিকার পরিষদ ও দলের অঙ্গ সংগঠনে দুই হাজারেরও উপরে প্রাথমিক সদস্য সংগ্রহ হয়েছে।
দলটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৬ ও ২৭ অক্টোবর সিলেট মহানগরীর কোট পয়েন্ট এলাকায় গণযোগদান কর্মসূচি পালিত হয়েছে।
দলের সিলেটের নেতারা জানান, ২০২১ সালের নভেম্বর মাসে সিলেট জেলা কমিটি গঠন করে গণ অধিকার পরিষদ। ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে রহমতে এলাহি লস্কর নাঈম আহবায়ক ও আব্দুল্লাহ আল মামুন সুজন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। এরপর থেকেই সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কাজ শুরু করেন তারা। এরমধ্যে জেলার ১৩ উপজেলার মধ্যে গোয়াইনঘাট, জকিগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।
পাঁচ আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে কোণঠাসা ছিলো গণ অধিকার পরিষদ। মাঠে সরব থাকার চেষ্টা করলেও হামলা-মামলার ভয়ে বিপর্যস্ত ছিলেন দলটির নেতারা। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটে নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে দলটি।
এ ব্যাপারে গণ অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কাজ করতে পারিনি। যেখানেই আমরা মিছিল-সমাবেশ কিংবা দলীয় কাজ করা চেষ্টা করেছি। যেখানেই সরকার দলীয় ক্যাডার বাহিনী ছাত্রলীগ হামলা চালিয়েছে। পুলিশ নানাভাবে হয়রানি করেছে। এখন হাসিনা মুক্ত এই দেশে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কাজ চালিয়ে যাচ্ছি।
তিনি জানান, দলের ধারাবাহিক কর্মসূচির মধ্যে আগামী সপ্তাহে সিলেটে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শহীদি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest