বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই ইতিহাস গড়লেন আমিরাতের স্পিনার

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

বিশ্বকাপে প্রথম ম্যাচে নেমেই ইতিহাস গড়লেন আমিরাতের স্পিনার

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলংকা। সংযুক্ত আরব আমিরাত অবশ্য সে পথে হাঁটেনি। টস জিতেই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

আর এই ম্যাচ দিয়ে অভিষেক ঘটেছে আরব আমিরাতের ক্রিকেটার আয়ান আফজাল খানের।

 

অভিষেকটা ব্যাট হাতে রাঙাতে পারেননি ভারতীয় বংশোদ্ভূত এ অর্থডক্স স্পিনার। শেষ দিকে নেমে ৭ বল খেলে ৫ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।

 

তবে ব্যাট হাতে নামার আগেই এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন আয়ান। সেটি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন সবচেয়ে কম বয়সি ক্রিকেটার তিনি।

 

এর আগে এ রেকর্ডটি ছিল পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের দখলে।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ বছর ৫৫ দিন বয়সে বিশ্বকাপ খেলতে নেমে রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।

 

রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে নামার দিনে আয়ান আফজালের বয়স ১৬ বছর ৩৩৫দিন।

 

অর্থাৎ ৮৫ দিন কম বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামলেন আমিরাতের আয়ান আফজাল।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে রেকর্ডের পাতান নাম লেখালেন আয়ান।

 

বিশ্বকাপ অভিষেক ঘটলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়ান আফজালের অভিষেক ঘটে বাংলাদেশের বিপক্ষে।

 

সেপ্টেম্বরেই দুবাই গিয়ে বাংলাদেশ যে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল, ওই সিরিজেই প্রথম আয়ানের মাথায় আন্তর্জাতিক ক্যাপ ওঠে।

 

বিশ্বকাপের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যোগ দিয়ে তিন উইকেট শিকার করেন এ বাঁহাতি স্লো অর্থোডক্স স্পিনার।

 

প্রথম ম্যাচে তিন ওভার বোলিং করে রান দিয়েছেন মাত্র ১৬। ব্যাট হাতে এক ইনিংসে সুযোগ পেয়ে খেলেছেন ১৭ বলে ২৫ রানের ইনিংস।

 

আয়ানের জন্ম ভারতের গোয়ায়। তবে দুই বছর বয়সেই পিতামাতার সঙ্গে আরব আমিরাতে ঠাঁই হয় তার।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন