প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২
অনলাইন ডেস্ক : বলিউড প্রযোজক একতা কাপুর যুব সমাজকে ‘কলুষিত’ করছেন বলে মন্তব্য দেশটির সুপ্রিম কোর্টের। একতা প্রযোজিত ‘ট্রিপল এক্স’ ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য দেখানোর প্রসঙ্গে মামলার শুনানি হয় ১৪ অক্টোবর (শুক্রবার)। এদিন ভারতীয় সুপ্রিম কোর্ট জানায়, যুব সমাজকে কলুষিত করছেন প্রযোজক।
সম্প্রতি বিহারের বেগুরসরাই আদালতের তরফে বলিউডের পরিচালক এবং প্রযোজক একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একতা। একতা প্রযোজিত ‘ট্রিপল এক্স’ ওয়েব সিরিজ়ে আপত্তিকর দৃশ্য দেখানোর প্রসঙ্গে মামলার শুনানি হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় রাস্তোগী এবং সিটি রবিকুমার বলেছেন, ‘‘কিছু একটা করা প্রয়োজন। আপনি দেশের যুব সমাজকে কলুষিত করছেন। এটি সবাই দেখতে পারেন। আপনি দর্শককে কী বেছে নিতে বলছেন?’’
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, একতা কাপুরের তরফে বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি প্রথমে পটনা হাই কোর্টে এই মামলার জন্য আবেদন জানান। কিন্তু সেখান থেকে দ্রুত বিচার পাওয়ার আশা না থাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
রোহাতগি এই প্রসঙ্গে বলেন, ‘‘সাবস্ক্রিপশন নেওয়ার পরেই এই কন্টেন্ট দেখা যাবে। তাই দর্শকের স্বাধীনতা রয়েছে তা বেছে নেওয়ার।’’
বেঞ্চের তরফে বলা হয়েছে, ‘‘আদালতে সাধারণ মানুষ বিচারের জন্য আসেন। যাদের একমাত্র শেষ সম্বল আদালত, তারাই আমাদের দ্বারস্থ হন। যরা তথাকথিত ‘আলোকপ্রাপ্ত’, তারা যদি বিচার না পান, তা হলে সাধারণ মানুষের কথা ভাবুন তো। প্রতিবার আপনি এই ধরনের মামলা নিয়ে আদালতে আসছেন, তা বরদাস্ত করব না। এর পর এ সব ক্ষেত্রে জরিমানা ধার্য করা হবে।’’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest