প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২
অনলাইন ডেস্ক : ছক ভাঙতে ওস্তাদ বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। যেকোনো চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে পারঙ্গম তিনি। ‘স্পার্ম ডোনার’ হয়ে অন্য পরিবারে হাসি ফোটানো, সমকামী হয়ে সমাজের কটূক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো— এবার আসছেন ‘স্ত্রী-রোগ বিশেষজ্ঞ’ সেজে। সিনেমার নাম ‘ডক্টর জি’, পর্দায় তার সঙ্গী হয়েছেন রাকুল প্রীত সিং।

শুক্রবার (১৪ অক্টোবর) মুক্তি পেয়েছে সিনেমাটি। এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।
ভারতের উত্তর প্রদেশের মেয়ে ফাতিমা, এমবিবিএস পাশ করে পড়ছেন গাইনোকলজি নিয়ে। পর্দায় চিকিৎসকের চরিত্র যথাযথ ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি। এর জন্য রীতিমতো গাইনোলজির ক্লাস করেছেন রাকুল। তার কথায়, ‘মেডিক্যাল টার্মস শিখতে এক মাস ক্লাস করেছি। এরপর রীতিমতো গাইনোকলজির ক্লাস করতে হয়েছে, কীভাবে অপারেশন টেবিলে কথা বলতে হয়, যে সকল যন্ত্রগুলো ব্যবহার হয় তার নাম কী, সদ্যজাতকে কী করে ধরতে হয়— আর কত্তো কী! আমাদের সেটেও একজন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ থাকতেন।’

আমাদের সমাজের মেয়েরা এখনও তাদের ‘মেয়েজনিত’ কোনো সমস্যা নিয়ে পুরুষ ডাক্তারদের সঙ্গে কথা বলতে সঙ্কোচ বোধ করে। এমনটা হওয়া মোটেও উচিত নয় বলে মত দেন অভিনেত্রী। তার ভাষায়, আমাদের দেশের অন্যতম সেরা স্ত্রী-রোগ বিশেষজ্ঞরা কিন্তু পুরুষ। অথচ আমরা মেয়েরাই অনেক সময় তাদের সামনে নিজের সমস্যা খুলে বলতে পারি না।’

‘ডক্টর জি’ একটি পারিবারিক সিনেমা বলে জানান রাকুল। তিনি বলেন, ‘খুব সুন্দর করে চিত্রনাট্য়টা লেখা। আমার কিন্তু মোটেই উপদেশ দেওয়ার চেষ্টা করছি না এই সিনেমার মাধ্যমে, আমরা শুধু বলতে চাইছি— একটা পেশা কখনও নির্দিষ্ট কোনো লিঙ্গের মধ্যে আটকে থাকতে পারে না, তোমার যোগ্যতাই তোমার সাফল্যের মাপকাঠি। আমি সকলকে আশ্বস্ত করছি এই সিনেমাটা আপনি নিজের বাবা-মা, পুরো পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন, এতটুকুও অশ্লীল মনে হবে না।’

উল্লেখ্য, অনুভূতি কাশ্যপ পরিচালিত সিনেমাটিতে আয়ুষ্মানের চরিত্রের নাম নাম ডা. উদয় গুপ্তা। সিনিয়র ডাক্তারের চরিত্রে রয়েছেন শেফালি শাহ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest