প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, সুষ্ঠু নির্বাচন ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারুন্যের সমাবেশ ছিল ১০ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে সিলেট সাব রেজিস্ট্রার মাঠে।
সমাবেশে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেল সিরাজ এর নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী বিএনপির নেতা কর্মীদের উপর অতর্কিত হামলায় নাহিয়ান আহমদসহ অনেকেই আহত হন। তৎক্ষনাৎ আর বিএনপির নেতাকর্মী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঐদিন বিকালে রাহেল সিরাজ ও তার অনুসারীরা নাহিয়ান আহমদ এর বাড়িতে গিয়ে না পেয়ে তার নাম ধরে গালাগালি করে পরিবাকে । তাহার বড় ভাই মানসিক প্রতিবন্ধী মিজান আহমদ এবং চাচাত ভাই কিবরিয়া আহমদ প্রতিবাদ জানালে তারা উভয়কে লাঠি দিয়ে এলোপাতাড়ি মেরে জখম করে।
সে সময় চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আমরা প্রাণে রক্ষা পাই এবং সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায় আর যদি নাহিয়ান আহমদ বিএনপির কোন সমাবেশে যাওয়ার চেষ্টা করে বা অনলাইনে সরকার বিরোধী লেখালেখি করে তাহলে তাকে ও তার পরিবারকে গ্রাম ছাড়া করব। পরবর্তীতে সন্ত্রাসীরা নাহিয়ান আহমদ এর পিতার একমাত্র দোকানটিতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়, স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে নাহিয়ান আহমদ ও তার পরিবার জীবন হুমকির কারনে তারা অন্যত্র আত্মীয় বাসায় থাকেন। প্রত্যক্ষদর্শী অনেকেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত সকলকে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
থানায় অভিযোগ এর বিষয়ে নাহিয়ান আহমদ এর পিতা জানান অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ মামলা নেয়নি।
ছাত্রদল নেতা নাহিয়ান আহমদ গোলাপগঞ্জ উপজেলার কোনাচর গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছোট ছেলে। সে ছোট বেলা থেকে বিএনপির রাজনীতি সাথে জড়িত। বর্তমানে সে শ্রীবহর ইউনিয়ন বিএনপির মানবতা বিষয়ক সম্পাদক । শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করায় তার এবং তার পরিবারের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী নাহিয়ান আহমদ।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে শুনেছেন। তবে কারা হামলা করেছে তিনি তা জানেন না। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest