হবিগঞ্জে ৪ মাসের ভাইঝিকে পুকুরে ফেলে হত্যা

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

হবিগঞ্জে ৪ মাসের ভাইঝিকে পুকুরে ফেলে হত্যা

2

সিলেট২৪এক্সপ্রেস ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে ৪ মাসের ভাইঝিকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ফুফুর বিরুদ্ধে। ননদ-ভাবী ঝগড়ার জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।

6

 

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

6

 

5

তিনি জানান, নিহত শিশুর নাম মাহমুদা আক্তার মীম। সে উপজেলার চরগাঁও গ্রামের আওলাদ হোসেন ও মিনারা বেগমের কন্যা। আওলাদ ওমান প্রবাসী।

7

 

তিনি আরও জানান, মিনারা আক্তারের সাথে তার শাশুড়ি ও মাহমুদার দাদী মরিয়ম বিবি এবং ফুফু পপি বেগমের ঝগড়া হয়। তারই জের ধরে গত মঙ্গলবার ভোরে পপি মিনারার ৪ মাসের শিশুকন্যা মীমকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে জলাশয়ে ফেলে দেন। মিনারা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে বাড়ির পাশের জলাশয় থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।

 

বুধবার সন্ধ্যায় পপি ও মরিয়ম বিবিকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করলে মরিয়ম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

এ ব্যাপারে মিনারা বেগম নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3