নেটে অনুশীলনের ফল পেলেন অলরাউন্ডার নওয়াজ

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২

নেটে অনুশীলনের ফল পেলেন অলরাউন্ডার নওয়াজ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ থেকেই মিডলঅর্ডার নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল পাকিস্তান। আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেই মিডলঅর্ডারই জিতিয়েছে তাদের।

গত ম্যাচের মতো শুক্রবারও চারে নেমে ঝড়ো ইনিংস খেললেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। দুই বাউন্ডারি ও ৩ ছক্কায় ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি।

এর আগে বল হাতে ৩৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেন নওয়াজ। যে কারণ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এ অলরাউন্ডার।

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে মোহাম্মদ নওয়াজ জানালেন, নেটে অনুশীলনের ফল পেয়েছেন তিনি।

এ অলরাউন্ডার বলেন, ‘গত কয়েক দিনে অনেক পরিশ্রম করেছি। আজ ম্যাচে নিজেকে সেভাবেই মেলে ধরার চেষ্টা করছি, যেভাবে নেটে অনুশীলন করেছিলাম। মিডলঅর্ডারে ব্যাটিং অনেক সহায়ক যে কোনো দলের জন্য। আমাদের যে পরিকল্পনা ছিল, সেটিই ছিল মূল এবং সে পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠে পারফর্ম করতে পেরেছি।’

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে নওয়াজ বলেন, ’সামনে বিশ্বকাপ। এখন আমরা আমাদের দৃষ্টিটা বিশ্বকাপের দিকেই ফোকাস করছি।’

প্রসঙ্গত, হ্যাগলে ওভারে শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলে নিউজিল্যান্ড। জবাবে ১৯.৩ বলে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।