এক মাসে ৬ শতাধিক গ্রাম পুনরুদ্ধার ইউক্রেনের

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২

এক মাসে ৬ শতাধিক গ্রাম পুনরুদ্ধার ইউক্রেনের

অনলাইন ডেস্ক : রাশিয়ার সদ্য দখল করে নেওয়া খেরসনের ৭৫ গ্রামসহ ইউক্রেনের বাহিনী ছয় শতাধিক গ্রাম পুনরুদ্ধার করেছে।

 

ইউক্রেনের রিইন্ট্রিগেশন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

 

এ ছাড়া এ পর্যন্ত রুশ অধিকৃত খারকিভের অন্তত ৫০২ গ্রাম পুনরুদ্ধার করার দাবি জানিয়েছে ইউক্রেন।

তবে সবচেয়ে কম সাতটি গ্রাম পুনরুদ্ধার করা হয়েছে লুহানস্ক এবং ৪৩টি পুনরুদ্ধার করা হয়েছে দোনেৎস্কে।

 

দিন দিন ইউক্রেনের পুনরুদ্ধার করা এলাকার পরিমাণ বাড়ছে। অক্টোবর থেকে ইউক্রেন পাল্টা হামলা শুরু করে রুশনিয়ন্ত্রিত এলাকাগুলোতে।

 

এদিকে রুশ অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন থেকে লোকজন সরিয়ে নিচ্ছে রাশিয়া।

 

শুক্রবার থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। মস্কোসমর্থিত এক কর্মকর্তা লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানান।

 

খেরসনসহ ইউক্রেনের চারটি অঞ্চল সম্প্রতি গণভোটের মাধ্যমে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাশিয়া।

 

রুশসমর্থিত খেরসনের প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো একটি ভিডিওবার্তায় স্থানীয়দের বলেন, খেরসন অঞ্চলের সব বাসিন্দার উচিত সন্তানদের সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া, তা না হলে ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হতে পারে।

 

তিনি বলেন, এ প্রস্তাবটি দিনিপ্রো নদীর পশ্চিমতীরের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। আঞ্চলিক রাজধানীর অন্তর্ভুক্ত এ শহর, যেটি রাশিয়া গত ফেব্রুয়ারিতে আক্রমণ করার পর থেকে দখল করে রেখেছে।

 

শুক্রবার খেরসন থেকে পালিয়ে লোকজন রাশিয়ার রুস্তভ শহরে যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন