প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪
নিউজ ডেস্ক :: সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। (১৬ সেপ্টেম্বর) রোজ সোমবার দুপুর ১২টায় সিলেট নগরের জিন্দা বাজারের একটি হোটেলের হল রুমে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সকল সদস্যদের সিদ্ধান্তে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বলেন,তথ্য প্রযুক্তির বর্তমান যুগে আনলাইন সাংবাদিকতার প্রয়োজনীয়তা ব্যাপক। প্রতিটি পত্রিকা টিকে থাকার জন্য অনলাইন ভার্সনের দিকেই সবাই এগুচ্ছে। ভবিষ্যতে অনলাইন পত্রিকা নির্ভর হবে সবাই।
সভায় সাংবাদিকবৃন্দ আরও বলেন, যুগের পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতার ধরণেও ব্যাপক পরিবর্তন আসছে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব একটি মডেল প্রেসক্লাবে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।
সাধারণ সভা শেষে সকলের মতামতের উপর ভিত্তি করে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন শেখ মোঃ লুৎফুর রহমান সিলেট পোস্ট২৪ডটকম, সাধারণ সম্পাদক এসএম জহুরুল ইসলাম এটিএন নিউজ ইউকে ও সাপ্তাহিক হলি সিলেট, কোষাধ্যক্ষ এমরান ফয়সল নন্দিত সিলেট ডটকম।কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক দৈনিক যুগভেরী ও সিলেট সংবাদ ডটকম, সহ-সভাপতি এজাজুল হক এজাজ দৈনিক সোনালী সিলেট, সহ-সভাপতি জহুরুল ইসলাম লাল জগন্নাথপুরের ডাক ও দৈনিক সবুজ সিলেট, সহ-সভাপতি এস এম খোকন বাংলা কন্ঠ ডটকম, সহ-সভাপতি এ কে মিলন আহমদ দ্যা বাংলাদেশ টুডে ডটকম, মশাহিদ আহমদ আমাদের কন্ঠ ডটকম, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক তাইবুর রহমান নিউজ ভিশন বিডি ডটকম, সহ-সাধারণ সম্পাদক বাপ্পি চৌধুরী সুরমা টাইমস, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া নতুন বার্তা ডটকম, সহ-কোষাধ্যক্ষ আবুল কাহার বাংলা টাইম টিউন,প্রচার প্রকাশনা সম্পাদক আহমেদ শাকিল সিলেট নিউজ পেপার ডটকম,দপ্তর সম্পাদক আজমল আহমদ রোমন দৈনিক শ্যামল সিলেট,পাঠাগার সম্পাদক নয়ন আহমদ রনি হলি সিলেট ডটকম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মিয়া সিলেটপোস্ট ২৪ ডটকম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিক আহমদ রফিক নিউজ বাংলা ডট নিউজ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার তাহেরা।
নির্বাহী সদস্য হলেন, নূরুদ্দীন রাসেল সিলেট টুয়েন্টি ফোর এক্সপ্রেস ডটকম,দৈনিক আলোকিত সিলেট ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট,আয়কর আইনজীবি মো জহিরুল ইসলাম রিপন বিএম সিলেট ডটকম ও জাতীয় দৈনিক বাংলার বার্তা,আবু হানিফ আমার সংবাদ ডটকম, সাইফুদ্দিন জাবেদ ডেইলি তরুণ কন্ঠ ডটকম, মোঃ আনিছুল ইসলাম আশরাফী আমার সিলেট ২৪ ডটকম, আব্দুল মজিদ আওয়ার নিউজ বিডি ডটকম,শেখ খালেদুর রহমান সাঈদ সিলেট,নিউজ ৭১ ডটকম, কামরুল হাসান চৌধুরী তুহিন সিলেট সংলাপ ডটকম।
এছাড়া সদস্য যারা হলেন, মোহন আহমদ দৈনিক জাগ্রত কন্ঠ,শামীম আহমেদ সিলেট পোস্ট টিভি, ফাতেমা আক্তার সুইটি সিলেট পোস্ট টিভি, রুবেল আহমদ বাংলা টাইম টিউন ডটকম, আলী উবায়েদ ইমন ভোরের আওয়াজ ডটকম, শেখ ছাদিম মিয়া গাঁও গ্রামের খবর ডটকম। প্রেস-বিজ্ঞপ্তি।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest