স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ভিকারুননিসা শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ভিকারুননিসা শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক : স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে মানববন্ধন করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভিকারুননিসার ধানমন্ডি শাখা থেকে মিছিল নিয়ে বের হয়ে আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনের সড়কে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

 

এ সময় তারা ‘আমাদের দাবি মানতে হবে, স্থায়ী ক্যাম্পাস দিতে হবে’ স্লোগান দেয়।
মানববন্ধনে অংশ নেওয়া একজন অভিভাবক বলেন, ভিকারুননিসার চারটি শাখার মধ্যে এটিই প্রথম অনুমোদিত শাখা। ভাড়া করা বাড়িতে এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘদিন হওয়ায় ভবন ঝুঁকিতে রয়েছে। কিন্তু তিনি নতুন ভবন বা স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ নেননি। এখন তারা ক্যাম্পাসটি বন্ধের পাঁয়তারা করছে। তাই আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করছি।

 

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন হচ্ছে শুনেছি। তবে এ বিষয়ে কোনো শিক্ষক বা অভিভাবক আমাদের কিছু জানাননি।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন