হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

5

নিউজ ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের ইউনিয়নের মস্তোফাপুর গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মনু মিয়া (৬৫) নামে এক জন নিহত হয়ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

5

শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনু মিয়া ওই গ্রামের মৃত কদর উল্লার ছেলে।

4

 

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার (ওসি) মাসুক আলী বলেন, মস্তোফাপুর গ্রামের নুর আলী ও ছাবু মিয়া মেম্বারের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য বিস্তারসহ পুর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে গ্রামের প্রধান সড়কে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরলে ঘটনাস্থলে মনু মিয়া নিহত হয়। আহত হন আরও ১৫ জন। আহতদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

8

ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

6

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3