প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২
অনলাইন ডেস্ক : ক্রিমিয়া ব্রিজে হামলার দুদিন পরই ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী রোস্টিস্লাভ স্মিরনভ এ তথ্য নিশ্চিত করেছেন।
একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, হামলার পর ছয়টি গাড়িতে আগুন লেগে যায় এবং ১৫টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকোও ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত কররেছেন। তিনি জানান, শেভচেনকিভস্কি জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এটি ছিল ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধ শুরুর দিকে কিয়েভে কয়েক দফা হামলা চালালেও মাঝে বেশ কিছু সময় তা চালায়নি রুশ বাহিনী। বেশ কয়েকমাস পর কিয়েভে আবারও এই হামলা চালানো হলো।
ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগও জানায়, সকালে কিয়েভে হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
এদিকে গতকাল রোববার (০৯ অক্টোবর) ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, হামলার পরিকল্পনাকারী, অপরাধী এবং পৃষ্ঠপোষক ইউক্রেনের গোয়েন্দারা।
ওই ব্রিজে হামলার পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জাপোরিঝজিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৮৯ জন।
এই হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে মস্কো ও কিয়েভ।
গত শনিবার (০৮ অক্টোবর) ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী একটি ব্রিজে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন।
সূত্র: বিবিসি




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest