সিলেটে ইউপি নির্বাচনের পর সংঘর্ষের ঘটনায় মামলা, আসামী দেড় শতাধিক

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১

সিলেটে ইউপি নির্বাচনের পর সংঘর্ষের ঘটনায় মামলা, আসামী দেড় শতাধিক

অনলাইন ডেস্ক : গোলাপগঞ্জে নির্বাচনি সহিংসতায় একজন নিহত ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার পর ‘পুরুষ শূন্য’ হয়ে পড়েছে গোটা ফুলবাড়ীসহ বাঘা। গ্রেফতার এড়াতে ইউনিয়নের কয়েকটি গ্রামের পুরুষরা পালিয়ে গেছে এলাকা ছেড়ে। ফলে শিশু ও মহিলা বাড়িতে রয়েছেন চরম আতঙ্কের মধ্যে। ঘটনার পর উপজেলার বইটিকর বাজার হেতিমগঞ্জ বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। আতঙ্কে দোকান খুলছেন না ব্যবসায়ীরা। ফলে বর্তমানে এলাকায় বিরাজ করছে নিস্তব্ধ নীরবতা। এদিকে গুলিতে আহত ৩ পুলিশের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে। এর মধ্যে এএসআই রতন মিয়া ও নারী কনস্টেবল বিনতি রানী নাথকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

উপজেলার ১০টি ইউনিয়নে ২৬ ডিসেম্বর২০২১ইংরেজী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিকালে ভোটগণনা শেষে ফুলবাড়ী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডের কেন্দ্রের ফলাফল জালিয়াতি করা হচ্ছে এমন অভিযোগ তুলে রাস্তায় ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকরা। বৈটিকর বাজারে এসে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে? এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ছুড়ে। সংঘর্ষকালে লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামের আবদুস সালাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এবং থানার এএসআই রতন মিয়া, কনস্টেবল অবিয়েক বর্মণ ও নারী কনস্টেবল বিনতি রানী নাথসহ কয়েকজন পুলিশ গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ফুলবাড়ী ইউনিয়নের ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দেড় শতাধিক লোকজনকে আসামি করে গোলাপগঞ্জ থানায় একটি মামলা করে পুলিশ।

 

আসামি ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন- ১। মো: ফলিক আহমদ(৩০), পিতা মৃত তোয়ারিছ আলী, সাং- রফিপুর, দক্ষিণ মাইজভাগ, ২। কামরান আহমদ (২৫), পিতা শফিক আহমদ, সাং-ফুলবাড়ী টিকরপাড়া ৩। এমরান হোসেন(৪৫), পিতা মৃত আব্দুননুর, সাং- হাজীপুর নওয়াপাড়া ৪। মিরন আহমদ (২৮), পিতা- সাদেক আলী সাং-রনকেলী দিঘিরপার, ৫। মোমিন আহমদ (৩৪), পিতা মৃত মন্নান মিয়া ড্রাইভার, সাবেক শিবিরের ওয়ার্ড সভাপতি সাং- কায়স্থগ্রাম গোলাপগঞ্জ সর্ব থানা গোলাপগঞ্জ, জেলা-সিলেট।

 

পলাতক আসামীঃ ৬। রেদওয়ান হোসেন শাহি, (২০), মো: হাবিবুর রহমান, সাং- দক্ষিণ বাঘা । ৭। বাহার উদ্দিন (৪০), পিতা মৃত ধনাই মিয়া, জামাতের শীর্ষ নেতা, সাং- হাজীপুর ঘনশ্যাম, ৮। তুহিন আহমদ, (২৫), পিতা অজ্ঞাত, ৯। আফজল আহমদ (৩৫), পিতা মৃত ইজ্জাদ মিয়া, সাবেক শিবির সদস্য, উভয় সাং- কায়স্তগ্রাম,

 

শাহীন আহমদ (২৫), পিতা- নেছার আলী, উভয় সাং- হাজীপুর নওয়াপাড়া, ১১। সাকির আহমদ (৩০), পিতা ছাত্রদলের নেতা, পিতা- আতিকুর রহমান খান, সাং- কিছমত মাইজভাগ, ১২। মাসছুর রহমান অপু(৩০), পিতা- নিজাম উদ্দিন, সাং-ফুলবাড়ী, সর্ব থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটসহ বাকী আসামীদের নাম ঠিকানা জানা যায়নি।

 

এ মামলার পর গোটা ফুলবাড়ি ইউনিয়নের টিকরপাড়া, দক্ষিণ মাইজভাগ, হাজীপুর নওয়াপাড়া, রনকেলী দিঘিরপার, কায়স্থগ্রাম, হাজীপুর ঘনশ্যাম, কায়স্তগ্রাম, কিছমত মাইজভাগ ও দক্ষিণ বাঘা এলাকা বৈটিকরসহ ইউনিয়ন পুরুষশূন্য। বাড়িঘরে কোনো অপরিচিত মানুষ দেখলেই ভয়ে আঁতকে ওঠে লোকজন।

 

থানার এসআই ফয়জুল করিম জানান, ঘটনার পর ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনূর রশীদ চৌধুরী শুক্রবার বলেন, বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন