হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের পদত্যাগ

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৪

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের পদত্যাগ

2

নিউজ ডেস্ক : হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আলেয়া আক্তার। মঙ্গলবার তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

5

 

5

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৪ এপ্রিল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি; কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না। তাই আজ (মঙ্গলবার) থেকে আমি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

 

উল্লেখ্য, তিনি হবিগঞ্জ-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরের স্ত্রী। এছাড়াও আলেয়া আক্তার হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে মো. আবু জাহির স্ত্রীসহ পালিয়ে যান।

 

এ ব্যাপারে জানতে আলেয়া আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

তবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা নূরুল আমিন ওসমান। তিনি বলেন, বিষয়টি শোনার পর আমি জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যাবেন।

 

জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি আমি নিশ্চিত নই। তবে আমিও সেটি শুনতে পেয়েছি। তিনি পদত্যাগ করলে মন্ত্রণালয়ে করবেন। অতএব মন্ত্রণালয় থেকে চিঠি পেলে আমি বলতে পারব।

 

8

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলমগীর খান জানান, আমি বিষয়টি এখনো জানতে পারিনি। আমি এখনো তাদের কারো সঙ্গে যোগাযোগ করিনি।

7

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8