প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মুচকুন্দ দুবে। ১৯৫৭ সালে দেশটির পররাষ্ট্র বিভাগে যোগ দেওয়া এই কূটনীতিক এক সময় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশেও। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব সামলেছেন তিনি। পরবর্তীতে ১৯৮৫ সাল পর্যন্ত জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত ছিলেন মুচকুন্দে।
ভারতের সংবাদমাধ্যমের খবর- গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানান জটিলতায় অসুস্থ ছিলেন মুচকুন্দ। আজ বুধবার দিল্লির ফোরটিস এসকোর্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
কূটনীতিক হিসেবে মুচকুন্দ দায়িত্ব পালন করেন তেহরান, জেনেভা, বার্ন, নিউইয়র্ক ও ঢাকায়। ১৯৯১ সালে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে অবসর গ্রহণের পর প্রায় ৭ বছর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন তিনি। পরে দিল্লির কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট হন মুচকুন্দ।
৩ নভেম্বর ১৯৩৩ সালে ভারতের বিহার রাজ্যের দেওঘরে জন্মগ্রহণ করেন মুচকুন্দ দুবে। বর্তমানে তা ঝাড়খন্ডে অবস্থিত। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লির লৌদি রোডে শ্মশানে তার মরদেহের শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest