প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২
অনলাইন ডেস্ক : বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে। এ সময় অন্য দুই দলের নিয়মিত অধিনায়কের সাথে বাংলাদেশের পক্ষে ডেপুটি ক্যাপ্টেন ছিলেন নুরুল হাসান সোহান। তাদের নিয়ে ট্রফি উন্মোচন পর্ব সেরেছে আয়োজক কর্তৃপক্ষ।
দুবাই থেকে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশ্যে এই মুহূর্তে নিউজিল্যান্ডে আছে টাইগাররা। স্বাগতিক দেশ ছাড়াও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।
আসছে ৭ অক্টোবর শুক্রবার থেকে শুরু হবে তিন জাতির এই টুর্নামেন্ট। তবে সিপিএল খেলে শেষ করা সাকিব দলের সঙ্গে যোগ দেবেন ঠিক একদিন আগে ৬ অক্টোবর। আজ (৫ অক্টোবর) ইতোমধ্যে ত্রিদেশীয় সিরিজটির ট্রফিও উন্মোচন করা হয়ে গেছে।
৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপরের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা। টুর্নামেন্টটির গ্রুপ পর্ব শেষ হবে ১৩ অক্টোবর। এর আগে পর্যন্ত প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরমধ্যে শীর্ষ দুই দল ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে ফাইনাল খেলবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest