প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ২২, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র কাবাঘরের চাবিরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা মারা গেছেন। তিনি সাহাবী উসমান ইবনে তালহার ১০৯তম উত্তরসূরি এবং কাবার চাবিরক্ষক ছিলেন। খবর খালিজ টাইমসের।
শনিবার হারামাইন শরিফাইন নিজেদের ভেরিফায়েড এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
পোস্টে বলা হয়েছে, ড. শায়খ সালেহ আল শাইবা উসমান ইবনে তালহা রাদিআল্লাহু আনহুর বংশধর ছিলেন এবং কাবাঘরের ১০৯তম অভিভাবক ছিলেন। ফজরের নামাজ শেষে বায়তুল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মক্কার জান্নাতুল মুআল্লায় তাকে দাফন করা হয়।
২০১৩ সালে তার চাচা আব্দুল কাদের ত্বহা আল শাইবি মারা গেলে কাবাঘরের চাবির রক্ষক হন তিনি।
মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (সা.) নিজে শাইবা গোত্রের উসমান ইবনে তালহা রাদিআল্লাহু আনহুর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এরপর থেকে সেই ধারা এখনও অব্যাহত।
উসমান ইবনে তালহা রাদিআল্লাহু আনহুর বংশধরগণ পর্যায়ক্রমে পবিত্র কাবাঘরের চাবি বহন করে আসছেন। তারাই কাবার দরজা খুলে দেন।
আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন সালেহ আল শাইবা। ইসলামিক স্টাডিজের ওপর তার ডক্টরেট ডিগ্রি রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দায়িত্ব পালন করতেন। ধর্ম এবং ইতিহাস নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন সালেহ আল শাইবা। কাবাঘরের চাবির রক্ষণাবেক্ষণ ছাড়াও পবিত্র ঘরের ভেতর পরিষ্কার রাখা, কিওয়াকে ইস্ত্রি করা এবং ছিঁড়ে গেলে সেলাই করাও এ পরিবারের দায়িত্ব।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest