রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের স্মারকলিপি

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের স্মারকলিপি

নিউজ ডেস্ক : সিলেট নগরের দক্ষিণ খোজারখলাস্থ লাউয়াই-কাশবন রাস্তা সংস্কারের দাবিতে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপন ও সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পৃথক পৃথক ভাবে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ তালুকদার, সিনিয়র সহ সভাপতি, পিরোজপুর স্যাটেলাইট ক্লিনিক ও সিলাম তহসীল অফিসের ভূমিদাতা হাজী শাহীনুর রহমান, সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম খান, যুব সংগঠক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম খান, রুবেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব হাসান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোহাম্মদ আলী কানু, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক ইমরান আহমদ, সাদ্দাম আহমদ, লুৎফুর রহমান প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট নগরীর প্রায় সকল রাস্তা উন্নয়ন হলেও দক্ষিণ খোজারখলাস্থ লাউয়াই-কাশবন রাস্তাটি উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তায় অসংখ্য খানাখন্দক সৃষ্টি হয়ে যান চলাচল সহ পায়ে হেটেও চলাচলও কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

এছাড়াও রাস্তা থেকে ড্রেন উঁচা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে। দক্ষিণ খোজারখলাস্থ লাউয়াই-কাশবন রাস্তা অর্ধেক পাকাকরণ হলেও পুরো রাস্তার কাজ শেষ না হওয়ায় লাউয়াই, রায়েরগ্রাম, বরইকান্দি, কামুশনা সহ বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করে আসছেন।

২০১৯ সালে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম কাশবন রাস্তার গর্তগুলো ছুরকি ও বালু দিয়ে ভরাট করলে যাতায়াতে কিছুটা কষ্ট দূর হয়। কিন্তু কিছু দিনপর আবার রাস্তার বেহাল দশা ঘটে।

 

স্মারকলিপিতে দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জরুরী ভিত্তি কাশবন রাস্তাটি দ্রুত সংস্কার করে লাউয়াই, রায়েরগ্রাম, বরইকান্দি, কামুশনা সহ বিভিন্ন এলাকার মানুষ কষ্ট দূর করার জোর দাবী জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন