প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মে ২২, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : উড্ডয়নের কিছুক্ষণ পর উড়োজাহাজে তিন তরুণ ও দুই তরুণী প্রকাশ্যে মদ্যপানসহ যৌনাচার শুরু করেন। যুক্তরাজ্য থেকে স্পেন যাওয়ার পথে রায়ানএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটে। স্পেনের টেনেরিফে জরুরি অবতরণ করার পর পুলিশ ওই পাঁচ পর্যটকে সরিয়ে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ এবং ফ্লাইট পরিচালনায় বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
সংবাদমাধ্যম এক্সপ্রেস কো. ডটইউকে-এর বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ১৬ মে ফ্লাইট নম্বর এফআর-৪৩৪৬-এ। তিন তরুণ এবং দুই তরুণীর এমন ঘৃণিত আচরণে সহযাত্রীদের যাত্রা নরকে পরিণত হয়। ক্রুরা তাদের আলাদা ভাবে বসার অনুরোধ করলেও তোয়াক্কা করেননি তারা।
শুল্কমুক্ত মদের বোতল খুলে সরাসরি পান করেন তারা। ফ্লাইটে থাকা শিশুদের সামনে এমন আচরণ করায় প্রতিবাদ জানান অন্য যাত্রীরা। তবে কোন কিছুই থামাতে পারেনি তাদের। বরং প্রতিবাদকারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন তারা।
এসময় স্বয়ং পাইলট এমন অনিয়ন্ত্রিত যাত্রীদের যৌনাচার থামাতে জরুরি ঘোষণা দেন। তিনি বলেন, তাদের এমন বিতর্কিত আচরণের ফলে গোটা ফ্লাইট ঝুঁকিতে পরবে। সেই সঙ্গে তাদের জীবনও বিপন্ন হতে পারে। এতেও তাদের না থামানো গেলে বিষয়টি স্প্যানিশ পুলিশ অবগত করেন পাইলট। ফ্লাইট অবতরণের পর সেখানে অবস্থান নেয়া পুলিশ তাদের নামিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে নিয়ে যায়। এসময় তাদের পাসপোর্ট জব্দ করা হয়, যাতে তারা ফিরতি ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরতে না পারেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest