বিমানবালাদের অন্তর্বাস পরা বাধ্যতামূলক করল পাকিস্তান এয়ারলাইন্স

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

বিমানবালাদের অন্তর্বাস পরা বাধ্যতামূলক করল পাকিস্তান এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) কর্তৃপক্ষ তাদের বিমানবালাদের বাধ্যতামূলক অন্তর্বাস পরতে নোটিশ দিয়েছে। ন্যাশনাল ক্যারিয়ারের ফ্লাইট সার্ভিসের (এনসিএফসি) মহাব্যবস্থাপক পিআইএ’র বিমানবালাদের পোশাক পরিচ্ছদ নিয়ে আপত্তি তোলার পর এ নির্দেশনা জারি করা হয়।

 

খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
খবরে বলা হয়েছে, এনসিএফসি মহাব্যবস্থাপক আমির বশিরের পর্যবেক্ষণে উঠে এসেছে পিআইএ বিমানবালারা যখন তাদের কর্মস্থলে আসেন বা হোটেলে থাকেন কিংবা যখন অন্য কোনো শহরে ভ্রমণ করেন তাদের পোশাক ঠিক থাকে না। যা পিআইএ’র ভাবমূর্তি নষ্ট করছে। তাই পিআইএ ক্রুদের কারুকাজহীন পোশাক পরার সময় অন্তর্বাস পরা বাধ্যতামূলক করেছে পিআইএ।

 

বিমানবালাদের পোশাক নিরীক্ষণের জন্য গ্রুমিং প্রশিক্ষক ও সিনিয়র শিফট ইনচার্জদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

 

এনসিএফসি মহাব্যবস্থাপক আমির বশির আরও সতর্ক করেছেন, কেউ নির্দেশনা অনুসরণ না করলে বিমানবালাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, পিআইএ’র পাইলট ও প্লেনের ক্রুদের দায়িত্ব পালনের অতিরিক্ত সময় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশন (আইটিডব্লিউএফ)। বিষয়টি নিয়ে পিআইএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমির হায়াতকে চিঠিও দিয়েছে ফেডারেশন।

 

চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তারা পিআইএ’র কেবিন ক্রুদের কাজের সময় একতরফা পরিবর্তন লক্ষ্য করেছে। এতে তাদের উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা প্রভাবিত করছে। নিয়ম লঙ্ঘন করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মানবজীবনের সুরক্ষার জন্য বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। কারণ, পাইলট ও বিমানবালাদের জন্য অপ্রয়োজনীয় দীর্ঘ কর্মঘণ্টা দুর্ঘটনার কারণ হতে পারে।

 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালককে একই ধরনের চিঠি পাঠিয়েছিল দুই বছর আগে ফেডারেশন থেকে পাঠানো হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন