সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি পলাশ এর সফলতা ও মানবতা

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি পলাশ এর সফলতা ও মানবতা

মো. আবু বক্কর : ট্রাফিক বিভাগে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক (উত্তর) এর দায়িত্ব পালন করেন । ন্যায়, নিষ্ঠা, সততার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেন । ট্রাফিক বিভাগে এক উজ্জ্বল নক্ষত্রের নাম পলাশ রঞ্জন দে । ট্রাফিক বিভাগে থাকা কালীন ট্রাফিক সচেতনতা মূলক বিভিন্ন কাজ করে প্রশংসিত হোন সর্ব মহলে ।

 

নগরীর ফুটপাতে অবৈধ দোকান পাট উচ্ছেদ সহ প্রতিটি স্ট্যান্ড এর শৃঙ্খলা ফেরাতে কাজ করেন দিন রাত। ট্রাফিক বিভাগে অফিসার ফোর্সদের সুখে দুঃখে ছিলেন এক সাথে । গাড়ি চালকদের ড্রাইভিং সচেতনা সংক্রান্ত বিভিন্ন সেমিনার করেন। ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর জন্য দিনরাত কাজ করে যান । সুনামের সহিত ট্রাফিক উত্তরের দায়িত্ব পালন শেষে বদলি হয় মেট্রোপলিটন পুলিশ এসএমপি, সিলেট এর দক্ষিণ বিভাগে সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা হিসেবে ।

 

গত ০৭/০৪/২০১৯ খ্রিঃ তিনি যোগদান করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা । যোগদান করেই থানার অফিসার ফোর্সদের সাথে ধাপে ধাপে একাধিক বার বসেন । তাদের সুবিধা অসুবিধা শুনেন । থানা এলাকার অপরাধ ও অপরাধীদের ডাটা তৈরি করেন । চ্যালেঞ্জ গ্রহণ করেন যেভাবে হোক মোগলাবাজার থানার সাধারণ মানুষকে একটি সুন্দর অপরাধ মুক্ত মোগলাবাজার উপহার দেওয়া । যেই কথা সেই কাজ সকল অফিসারদের কাছ থেকে অপরাধীদের সংক্রান্তে তথ্য নিয়ে নিজে নেমে যান মাঠে ।

পলাশ রঞ্জন দে

সার্ভার ব্যবহার করে নিজের নেতৃত্বে থানার অফিসার ফোর্সদের সাথে নিয়ে একে একে ধৃত করতে থাকেন একাধিক শীর্ষ সন্ত্রাসী, খুনি, চিন্তাইকারী, ডাকাত সহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীদের । কমে যায় চুরি, চিন্তাই , ডাকাতি সহ বিভিন্ন অপরাধ । মোগলাবাজার থানা এলাকার সাধারণ মানুষ ফোন, অনলাইন সহ সরাসরি সাক্ষাত করে কৃতজ্ঞা জানান । গত ২০১৯/২০২০ সালে যোগদানের পর এই প্রথম মোগলাবাজার থানা এলাকায় ডাকাতি কমে যায় ।

 

যার একটাই কারণ অপরাধীদের ভয়ের আরেক নাম পলাশ রঞ্জন দে । যোগদানের পর যে কয়েকটা অপরাধ সংঘটিত হয়েছে সাথে সাথে ই নিজেই গ্রেফতার করেছেন তাদের । এই তো কিছু দিন আগে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার করেন মাত্র ২৪ ঘন্টার ভেতর ।

 

কিছু দিন আগে যখন চারদিকে ছেলে ধরা গুজব সৃষ্টি হয় তখন আবারো চ্যালেঞ্জ নেন প্রত্যেকটি শিক্ষার্থী যেন নিরাপদে স্কুলে যেতে পারে গুজবে প্রতিহত করতে । যেই কথা সেই কাজ মোগলাবাজার থানা এলাকার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজে সচেতনা বৃদ্ধির জন্য ছুটে চলেন । কখন শিক্ষক কখন শিক্ষার্থী কখন তাদের অভিভাবকদের সাথে সাক্ষাত করেন । সফলতা অর্জন করেন মোগলাবাজার এলাকায় প্রতিটি অভিভাবক, শিক্ষার্থী সচেতন হোন ও যথারীতি ক্লাস করে। বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষকগণ এমন কাজের প্রশংসা করেন ।

 

এবার নতুন চ্যালেঞ্জ সম্প্রতি দেশ জুড়ে করোনা ভাইরাস তাণ্ডব চালাচ্ছে বসে নেই সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোগলাবাজার থানা জনাব পলাশ রঞ্জন দে । দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ছুটে চলছেন শহর থেকে গ্রামে প্রতিটি অলিগলিতে কখন অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে , কখনো সচেতনা বৃদ্ধির জন্য সচেতনা মূলক মাইকিং করছেন প্রতিটি গ্রামে বাজারে ।

 

কখন রাস্তায় চেকপোস্ট করছেন গাড়ি চালকদের মধ্যে সচেতনা তৈরি করার জন্য । একটাই লক্ষ্যে মানুষকে সচেতন করতে হবে করোনার হাত থেকে রক্ষা করতে হবে । যেই সময় টা নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার কথা সেই সময়টা তিনি নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে ব্যস্ত সময় পার করছেন । স্যাল্যুট আপনাকে আপনার মত দায়িত্ব পালন করুক সবাই

পলাশ রঞ্জন দে  বর্তমানে কর্মরত আছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল)

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add