প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মে ৫, ২০২৪
নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর ছড়ারপারের কিশোর মো. আলী (১৭) হত্যা মামলার আসামি কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন ফরহাদ মিয়া (২০), নূরনবী নুনু (১৯), সাকিব আহমদ (১৯) ও রাহিম আহমদ (১৯)। এদের মধ্যে ফরহাদ এ হত্যা মামলার প্রধান আসামি।
শনিবার (৪ মে) রাত ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচং থানার দত্তগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি আজ রোববার বিকালে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
মো. আলী নিশা (১৭) কিশোরগঞ্জের বাজিতপুর থানার নূর আলীর ছেলে। তার পরিবার বর্তমানে নগরীর ছড়ারপারে থাকতেন।
গত শুক্রবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে জন্মদিনের কেক কাটার কথা বলে মো. আলীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা।
দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার পরদিন আলীর মা সফিনা খাতুন বাদি হয়ে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
এসএমপি’র মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারের পর প্রধান আসামি ফরহাদের দেওয়া তথ্যমতে চালিবন্দরস্থ একটি গ্যারেজের পিছনে ময়লা ফেলার স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
তাদের সবাইকে আদালতে সপোর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest