মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়: জ্যোতি

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়: জ্যোতি

3

অনলাইন ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলী তার বেবিবাম্পের ছবি প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনে নানা কথা বলছেন। সন্তানের বাবা কে- এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ। তাদের সেই প্রশ্নের জবাব দিয়ে আরেক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বললেন, ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়।’

 

বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জ্যোতি। লেখার শুরুতে এই অভিনেত্রী বলেন- ‘মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হবার কথা ভাববো।’

3

 

3

তবে মা হয়ে লুকিয়ে রাখাকে নোংরামি বলে মন্তব্য করেছেন জ্যোতি। তার ভাষায়- ‘মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছে তাই রকমের ছোট করা। জানি না এরা কী ধরনের পার্সোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না!’

 

6

‘আর লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত না, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!’- বলেন জ্যোতি।

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8