হযরত শাহ পরাণ (রহ.) মাজারে উরস শনিবার শুরু

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

হযরত শাহ পরাণ (রহ.) মাজারে উরস শনিবার শুরু

নিউজ ডেস্ক : হযরত শাহ পরাণ (রহ.) মাজারে ৩ দিনব্যাপী বাৎসরিক পবিত্র উরস মোবারক দরগাহ-ই হযরত শাহ পরাণ (রহ.) সিলেট এর উদ্যোগে চিরাচরিত নিয়ম অনুযায়ী আগামী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরী মোতাবেক ১, ২ ও ৩ অক্টোবর শনি, রবি ও সোমবার অনুষ্ঠিত হবে।

উরস উপলক্ষে ১ অক্টোবর শনিবার সকাল ৯টা হতে খতমে কোরআন বাদ আসর দোয়া, জিকির আজকার ও মিলাদ মাহফিল, ২ অক্টোবর রোববার সকাল ১০টায় গিলাপ চড়ানো, বাদ জোহর গরু জবেহ, সারারাত জিকির আজকার, খতমে কোরআন, মিলাদ মাহফিল, রাত ৩টায় ফাতেহা পাঠ ও আখেরী মোনাজাত। বাদ ফজর নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে।
৩ অক্টোবর সোমবার বাদ আসর সরবত বিতরণ ও শেষ ফাতেহা পাঠের মাধ্যমে বাৎসরিক উরস সমাপ্ত হবে।

জাতি ধর্ম নির্বিশেষে হযরতের ভক্তবৃন্দকে উরস মোবারকে যোগদান করে হুজুরের প্রতি শ্রদ্ধা নিবেদন ও রুহানী ফয়েজ হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন হযরত শাহপরাণ (রহ.) মাজার শরীফের মুতাওয়াল্লী সৈয়দ মামুনুর রশিদ খাদিম।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন