ব্যালটে ভুল প্রতীক, কসবায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

ব্যালটে ভুল প্রতীক, কসবায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত

2

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালটে প্রতীক ভুল থাকায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

রোববার (২৮ এপ্রিল) দুপুরে ইসি থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

1

 

8

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও কসবা উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাস জানান, চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আহমেদের অটোরিকশা প্রতীকের বদলে ব্যালট পেপারে রিকশা প্রতীক চলে আসে। এ ব্যাপারে ইউসুফ আহমেদ নির্বাচন স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন স্থগিতের নির্দেশ দেয়। তবে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত হলেও ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

6

 

প্রসঙ্গত, সকাল ৮টা থেকে ১১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪৩৫ জন।

4

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8