প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২
নিউজ ডেস্ক :: কুচাই ইউনিয়ন সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত হওয়ার ফলে ইউনিয়ন স্বাস্থ্য কর্মীগণ অন্যত্র বদলী হওয়ায় স্বাস্থ্য সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দক্ষিণ সুরমার কুচাই মিরাবাড়িতে বিকেলে সফলভাবে সম্পন্ন হয়েছে।
জাগরণ সমাজ কল্যাণ সংঘ এর আয়োজনে সংগঠনের সভাপতি সৈয়দ নিয়াজ আহমদ এর সভাপতিত্বে ও কুচাই ইউনিয়ন ছাত্র পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি সামরান সাবের এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন-সততা ও নিষ্ঠার সাথে কর্ম পালন করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়।স্বাস্থ্য বিভাগে মানবতার কল্যাণে কাজ করলে প্রকৃত আত্মসুখ পাওয়া যায়।আসুন আমরা বেশি বেশি ভালো কাজ ও মানবিক কর্মকান্ডে এগিয়ে যাই।বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আলোকিত সিলেট এর চীফ রিপোর্টার ও বায়ান্ন টেলিভিশন (আইপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবি নূরুদ্দীন রাসেল।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আবু সালেহ আহমদ (সহকারী স্বাস্থ্য পরিদর্শক),নিখিল রায় পুজন (সহকারী স্বাস্থ্য পরিদর্শক),শিবানী রাণী রায় (স্বাস্থ্য সহকারী),লাভলী রানী চন্দ (স্বাস্থ্য সহকারী),ইতি চৌধুরী (স্বাস্থ্য সহকারী)।
এছাড়াও উপস্থিত ছিলেন,জনতা ক্লাব’র উপদেষ্ঠা ও বিশিষ্ট ব্যবসায়ী বদরুল আলম,সাংবাদিক হাসিব আহমদ,
হাফিজ খান,আইটি ষ্টেশনারী এন্ড ষ্টুডিও, কুচাই, সিলেট এর প্রোপ্রাইটর সৈয়দ মায়াজ আহমদ তালহা।
সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী হেলাল আহমদ ও জাগরণ সমাজ কল্যাণ সংঘ এর সদস্য বৃন্দ।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাও.মমশাদ হোসাইন আসগরী ও গীতা পাঠ করেন শিবানী রাণী রায় (স্বাস্থ্য সহকারী)।
সম্মানিত অতিথি ও সংবর্ধিত অতিথিদের সম্মানে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest