মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধে গুলাগুলি, আহত ১০

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধে গুলাগুলি, আহত ১০

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের গুরারাই বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধে শর্ট গানের গুলিতে প্রায় ১০ জন আহত হয়েছে। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গুরারাই গ্রামে ঘটনাটি ঘটে।

 

আহত মো. জমির হোসেন (২৫) এর বড় ভাই জামাল হোসেন সিলেটভিউকে জানান, শনিবার বিকেল চার টার দিকে গুরারাই বাজারে জমিজমা নিয়ে রিপনের সাথে খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান এর ছেলে ফরহাদ এর কথাকাটি হয়। এরই জের ধরে রিপন তাঁর লাইসেন্সকৃত শর্ট গান নিয়ে এলোপাতাড়ী গুলি শুরু করে। এসময় গুরারাই, অলিমপুর গ্রামের মো আফজল হোসেন এর ছেলে জমির হোসেন (২৫), শামীম, সোহেল, ফরহাদ, আরমান, হাবিবুর, কাদির, রাহিম, শিহাব, সৈয়দ মুফাচ্ছিল আহত হয়। আহতদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুলি লাগে।

 

আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশংকাজনকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন জানান, জমিজমার বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাইসেন্সকৃত বন্দুক জব্দ করে নিয়ে এসেছি। তবে রিপন পালিয়ে গিয়েছে। তাঁকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন