প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪
অনলাইন ডেস্ক : মুক্তিপণ দেওয়ার পর সোনালী ব্যাংক রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে পরিবারের কাছে হস্তান্তর করার গুঞ্জন উঠে। তবে ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তারা জানিয়েছেন, কোনো মুক্তিপণ দেওয়া হয়নি।
মুক্তিপণের বিষয়ে জানতে চাইলে নেজাম উদ্দীনের ছোট ভাই মিজানুর রহমান বলেন, আমরা কোনো মুক্তিপণ দিইনি। উদ্ধারের বিষয়ে র্যাব ভালো বলতে পারবে। মিজানুর রহমান বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।
তিনি বলেন, র্যাবের সহায়তায় আমার ভাইকে উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে। আমি নিজেও ঘটনাস্থলে ছিলাম।
রুমা বাজারের পাশে তাকে পাওয়া গেছে। তিনি বর্তমানে সুস্থ আছেন, যোগ করেন মিজানুর।
কেউ মুক্তিপণ চেয়েছিল কিনা, জানতে চাইলে নেজাম উদ্দীনের স্ত্রী মাইসুরা ইসফাত বলেন, বুধবার রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। তবে আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে তাকে দিতে পারেনি। কথা বলে মনে হয়েছে ফেক। কেউ হয়ত প্রতারণার জন্য ফোন দিয়েছিল।
বৃহস্পতিবার বিকালে র্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, নেজাম উদ্দিনকে মুক্ত করতে ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল কেএনএফ।
র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, র্যাবের মধ্যস্থতায়’ সোনালী ব্যাংক রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন বলেন, দুদিনের অভিযানের পর রুমা বাজারের পাশের এলাকা থেকে সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।
এর আগে ২ এপ্রিল রাত ৮টার দিকে বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে নিয়ে গেছে একটি সশস্ত্র সন্ত্রাসী দল। এ সময় তারা ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest