সিলেটে ছাত্রলীগের চার ইউনিটের কমিটি ঘোষণা

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪

সিলেটে ছাত্রলীগের চার ইউনিটের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের চারটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মহানগর ছাত্রলীগের আওতাধীন এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ আর জেলা ছাত্রলীগের আওতাধীন সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

 

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্রলীগের সিলেট জেলা ও মহানগর ইউনিটের পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেন দুই ইনিটের নেতৃবৃন্দ। প্রতিটি কমিটিই আগামী এক বছরের জন্য গঠন করা হয়।

 

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, এমসি কলেজ সিলেট ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ। অন্যদিকে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

 

এমসি কলেজ ছাত্রলীগের কমিটিতে দিলোয়ার হোসেন সভাপতি ও হাবিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১১০ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৩৬ জন সহসভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

 

সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে রুহেল আহমদ সভাপতি ও ইমতিয়াজ আহমদ শোভন সাধারণ সম্পাদক হয়েছেন। ৮১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ২৫ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

 

সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সৈয়দ রবিউল হাসান সভাপতি ও দেবাশিষ গোয়ালা দেব সাধারণ সম্পাদক হয়েছেন। ১১৯ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৩৮ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক আছেন।

 

এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটিতে নোমান আহমদ (লাকি নোমান) সভাপতি ও মো. জয়নাল আবেদীন ইমন সাধারণ সম্পাদক হয়েছেন। ১২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৪১ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন