প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৪
নিউজ ডেস্ক : তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়া সাংবাদিককে অসহযোগিতা করার অভিযোগে বিষয়ে ব্যাখ্যা দিতে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন।
আগামী ২ এপ্রিল ইউএনওকে কমিশনে হাজির হতে হবে বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।কমিশনের সদস্য ও সাবেক জেলা জজ শহিদুল আলম ঝিনুকের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
গত ৫ মার্চ ইউএনও কার্যালয়ে তথ্য চাওয়ার সময় ‘অসদাচরণের’ দায়ে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দৈনিক দেশ রূপান্তরের নকলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে (৪৫) ছয় মাসের কারাদণ্ড দেন।
এই ঘটনার আট দিন পর বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে আদালতের মাধ্যমে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
তথ্য কমিশনের এক কর্মকর্তা বলেন, ভ্রাম্যমাণ আদালত প্রক্রিয়ায় আমাদের কোনো এখতিয়ার নেই। তাই আমরা ইউএনওকে তলব করেছি, এসিল্যান্ডকে নয়। কারণ এসিল্যান্ড তথ্য দেওয়ার প্রক্রিয়ার অংশ নন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest