বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কুলাউড়া পৌরসভায় শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৪

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কুলাউড়া পৌরসভায় শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কুলাউড়া পৌরসভায় শিক্ষা উপকরণ বিতর

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধুর জন্মদিনকে উপলক্ষ করে মাসব্যাপী ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি ও সাবেক ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান। ইতিমধ্যে জয়চন্ডী, ভূকশিমইল, কুলাউড়া সদর ইউনিয়নে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ মার্চ) কুলাউড়া পৌরসভার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুস সালাম,অন্যান্য শিক্ষকদের মধ্যে রাবেয়া বেগম, ফাতিমা বেগম, পারভীন আক্তার, আফসানা এলিন চৌধুরী, সীপা রহমান, তাসলীমা বেগম, বিপ্লব দে, সূচী সরকার, নাহিদা বেগম, ফরিদা আক্তার, তাছনিম জাহান, উম্মে সাখাওয়াত তৈয়বা, সালমা নাছরিন, মাহমুদুর রহমান, আয়েশা সিদ্দিকা,ফাতেমা বেগম প্রমুখ।

 

এদিকে পৌরসভার মুহিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজির আহমেদ, অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জেসমিন পাটওয়ারী, রেহানা পারভীন রোবা, রুপালী দাস, সুফিয়া বেগম, মৌসুমি রাণি পাল প্রমুখ।

 

এ ছাড়াও পৌরসভার উদয়ন কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এল কে দাস, শিক্ষিকা নাজমিন আক্তার,

নাহিদা আক্তার, রিতা বেগম, সালমা আক্তার, ঝুমা বেগম, সীমা আক্তার, শারমিন আক্তার, জুই আক্তার প্রমুখ।

২১ মার্চ তিনটি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন ইউপি সদস্যা আরিফা আক্তার ইভা, পৌর যুবলীগের হাবিবুর রহমান জনি, এপি তালুকদার জনি, লোকমান আলী, সেলিম আহমেদ এবং আব্দুল কাইয়ুম প্রমুখ।

 

সাদরুল খান জানান, ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার সকল প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে এ উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

 

তিনি জানান, শিক্ষা উপকরণে শেখ রাসেলের দুর্লভ কিছু ছবি ব্যবহার করা হয়েছে। এ ছবিগুলোর মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা শিশু রাসেল সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন