হবিগঞ্জে বস্তাবন্দি পাওয়া মরদেহটি ছাত্রদল নেতার

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪

হবিগঞ্জে বস্তাবন্দি পাওয়া মরদেহটি ছাত্রদল নেতার

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় মিলেছে। মরদেহটি ছাত্রদল নেতা সাইফল ইসলামের। তিনি বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন ছাত্রদরের সাধারণ সম্পাদক।

 

তিনি বাহুবল আলীফ সোবহান কলেজের ছাত্র সাইফুল ইসলাম। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সাইফুল বাহুবলের রসুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার পইলের গাতাবর হাওড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের পরিত্যক্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে করে। যুবকের পরনে কালো রঙের হুডি ও প্যান্ট পরা এবং গলায় রশি পেঁচানো ছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তার পরিচয় শনাক্ত করে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব বলেন, ‘আমাদের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ফেলে গেছে ঘাতকরা। রোববার বিকেলে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন