প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরের নবাব রোড এলাকা থেকে দুই মোটরসাইকেল চোরকে আ ট ক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নবাব রোড এলাকার পিডিবি হাই স্কুলের সামনে থেকে এ দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন- সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকার শ্রাবনী-১৯ এর বাসিন্দা রাজু হোসেনের ছেলে আহসান আহমেদ শরিফ (২২) ও এয়ারপোর্ট থানাধীন সুবিধবাজার বন কলাপাড়া এলাকার মো. কামাল মিয়ার ছেলে মো. রাকিব আহমেদ (২১)।
আটককালে তাদের কাছ থেকে YAMAHA কোম্পানির R15 V2 মডেলের 150 সিসি’র ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে এপিবিএন।
৭-এপিবিএন-এর মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest