প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৪
অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকার বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নোয়াখালীর ৪ জন রয়েছেন।
এরমধ্যে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তান রয়েছে।
দুই ছেলে আরহান (৭) ও আদিয়াতকে (৩) নিয়ে ওই ভবনের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খেতে যান তাদের মা নাফিসা আক্তার (২৮)।
স্ত্রী-সন্তানদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল নাফিসার স্বামী ছায়েক আহমেদের। বিশেষ কারণে সেখানে যেতে পারেননি ছায়েক।
এরপরই রাত পৌনে ১০টায় লাগা আগুনে মা ও তার দুই ছেলে শ্বাসকষ্টে মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে গেছেন পরিবারের কর্তা ছায়েক আহমেদ।
নিহতদের পরিবার সূত্রে এসব তথ্য জানা গেছে।
নিহত তিনজন নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মাইজদীর মোস্তফা কন্ট্রাক্টর বাড়ির বাসিন্দা।
শুক্রবার (১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে সেই বাগির পারিবারিক কবরস্থানে মা ও দুই ছেলের দাফন সম্পন্ন হয়েছে।
নিহতদের জানাজা শেষে দাফন করা হয়
অপরদিকে সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের মঈশা গ্রামের আশিক (৩০) নামে এক যুবকও একই অগ্নিকাণ্ডে মারা গেছেন।
নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারী আলমগীর জানান, একই পরিবারের তিনজনের মরদেহ দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর জানাজা শেষে দুপুর আড়াইটার দিকে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest