সিলেট বেতার কেন্দ্রে গীতিকার তালিকাভুক্তির আবেদন আহবান

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

সিলেট বেতার কেন্দ্রে গীতিকার তালিকাভুক্তির আবেদন আহবান

নিউজ ডেস্ক : বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে বিভিন্ন আঙ্গিকের গানের গীতিকার হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা স্বরচিত ২৫ (পঁচিশ) টি গানের পান্ডুলিপিসহ আগামী ৩১ মার্চের মধ্যে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে পৌছানোর জন্য অনুরোধ করা হয়েছে।

 

গীতিকার তালিকাভূক্তকরণ বোর্ডের সদস্য সচিব ও বেতারের সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

 

এতে বলা হয় আবেদনপত্রের সাথে এক কপি জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদপত্র, সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি ও গানের পান্ডুলিপি ২৫ (পঁচিশ) টি পাঠাতে হবে। যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

 

উল্লেখ্য নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত এবং অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গন্য হবে।

 

আবেদন পাঠানোর ঠিকানা:
গীতিকার হিসেবে তালিকাভুক্তির আবেদন, বরাবর, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার, সিলেট-৩১০০।

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন