প্রকাশিত: ৪:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
বিশ্বনাথ প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করেছিলেন তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মুছকি হাঁসি হেঁসেছিলেন। কিন্তু শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে এই দেশকে ডিজিটাল করতে হয়। আজ ডিজিটাল থেকে স্মার্ট দেশে রুপান্তরিত হতে যাচ্ছে এই দেশ।
তিনি বলেন, আজ দেশের প্রতিটি ব্যাংক, বীমা, ভূমি অফিসসহ সকল দফতরেই মানুষ ডিজিটাল সেবা পাচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাবও করা হয়েছে। এখন খালেদা জিয়া আর মূছকি হাসি হাসেন না। তিনি হতবাক হয়ে ডিজিটাল বাংলাদেশ দেখছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৃষক শ্রমিক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সহযোগীতার প্রয়োজন। দেশের সুনাম অর্জন করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জানান।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে ব্যাংকার-কাস্টামার সম্পর্ক ও গ্রাহক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার আয়োজনে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের আঞ্চলিক মুখ্য ব্যাবস্থাপক শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন।
কৃষি ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখার ম্যানেজার হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: শওকত আলী খান।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা আ.লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, গ্রাহক ছাদিকুর রহমান, ওমর খান ও সেলিনা খানম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক প্রবীর কুমার দাস।
অনুষ্ঠানের সার্বির তথ্যাবধানে ছিলেন কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখার ম্যানাজার মুস্তাফিজুর রহমান ও সিনিয়র অফিসার সৌরভ কান্তি দেব।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest