সিলেটে শহীদ মিনারে সেলফিবাজীর ধুম

প্রকাশিত: ৭:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪

সিলেটে শহীদ মিনারে সেলফিবাজীর ধুম

নিউজ ডেস্ক : একুশে প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। রাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী শ্রদ্ধা নিবেদনের পর বুধবার (২১ফেব্রুয়ারি) ভোর থেকে সকল-শ্রেনী পেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন।

 

দুপুর ১টা থেকে শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এরপরই সেখানে শুরু হয় সেলফি তুলার হিড়িক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে জড়ো হতে থাকেন নানা বয়সের মানুষের।এ সময় তারা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেয়ে বেশি ব্যস্ত থাকেন সেলফি তুলতে।

 

সরেজমিনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায়, দুপুর দেড়টা থেকে বিভিন্ন বয়সের মানুষজন শহীদ মিনারের বেদিতে ফুল দিচ্ছেন। আবার ফুল হাতে নিয়ে সেলফি তুলছেন কেউ কেউ।কেউবা আবার টিকটক ভিডিও ধারণ করছেন সেখানে।বিশেষ করে তরুণ-তরুণীরা।বাদ যাননি ছোট্ট শিশু-সোনামনিরাও।মা-বাবা কিংবা পরিবারের অন্য সদস্যদের সাথে তারাও এসেছেন সিলেটের শহিদ মিনারে।

 

এছাড়াও শহীদ মিনারের বেদির সংলগ্ন একটি সাইনবোর্ডে জুতা পায়ে বেদিতে উঠা নিষেধ লেখা সাইনবোর্ড থাকলেও অনেকেই জুতা নিয়ে উঠতে চাইলে শহীদ মিনারের দায়িত্বশীলদের কারণে সেখান থেকে সরে যান তারা। শহীদ মিনার এলাকা ও তার আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোষাক ও সাদা পোষাকে দায়িত্ব পালন করেন।

 

এদিকে, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো.জাকির হোসেন খান, পিপিএম, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ পরিচালক, সিলেট জেলা পরিষদের চেয়াম্যান। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সরকারি-বেসরকারি স্কুল-কলেজে, বিশ্ববিদ্যালয়, পেশাজীবি সংগঠন এবং প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন