অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি : সিলেটে আসলেন ৩, গেলেন ৪ বিচারক

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি : সিলেটে আসলেন ৩, গেলেন ৪ বিচারক

নিউজ ডেস্ক : ১১২ যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। রবিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

 

এর মধ্যে পদোন্নতি পেয়ে সিলেট বিভাগে এসেছেন ৪ জন এবং সিলেট থেকে অন্যত্র বদলি হয়েছেন ৩ জন। আর পদোন্নতি দিয়ে হবিগঞ্জেই রাখা হয়েছে এক বিচারককে।

 

সিলেট থেকে বদলি হয়ে অন্যত্র যাওয়া বিচারকরা হলেন-
হবিগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিচারক বেগম সিরাজাম মুনীরাকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে, সিলেট যুগ্ম-মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচ. এম শহিদুল ইসলামকে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এবং সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুরকে ভোলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জজ হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

 

অন্য জায়গা থেকে বদলি হয়ে সিলেট বিভাগে আসা বিচারকরা হলেন-
ঠাকুরগাঁও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হককে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে, চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরে আলম ভূইয়াকে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে, লক্ষীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. আক্তার হোসনকে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এবং শরীয়তপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ঝলক রায়কে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জজ হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

 

এছাড়া হবিগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইয়াছির আরাফাতকে পদোন্নতি দিয়ে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

 

পদোন্নতি পাওয়া বিচারকদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন