সিলেটে পু‌লিশের গা‌ড়িতে ধাক্কা, বেপরোয়া বাসের সুপার ভাইজার র‍্যাবের খাঁচায়

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪

সিলেটে পু‌লিশের গা‌ড়িতে ধাক্কা, বেপরোয়া বাসের সুপার ভাইজার  র‍্যাবের খাঁচায়

নিউজ ডেস্ক : সিলেটে ধাক্কা দিয়ে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের গুরুতর আহত করা বেপরোয়া বাসের সুপারবাইজার জয়নাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

র‍্যাব-৯ এর একটি টিম শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।জয়নাল কুমিল্লা জেলার বাসিন্দা।

 

র‍্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সিলেট-সুনামগঞ্জ মহসড়কের তেমুখী পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ‘রিয়েল কোচ’ নামে একটি বাস বেপরোয়া গতিতে এসে রাস্তার পাশে পার্কিংরত পুলিশের পিকআপ ভ্যান এবং পুলিশ সদস্যদের চাপা দেয়। এতে আজবাহার আলী শেখসহ পুলিশের উর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয়জন সদস্য গুরুতর আহত হন এবং পুলিশের পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়।

 

ঘটনার পরপরই বাসটির চালক ও সুপারভাইজার দ্রুত পালিয়ে যায়।

 

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এসএমপি’র জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশের পাশাপাশি অভিযুক্তদের ধরতে র‍্যাব-৯-ও অভিযান শুরু করে এবং ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই বাসটির সুপারভাইজার জয়নালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‍্যাব-৯।র‍্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মশিউর রহমান সোহেল বলেন, ‘পলাতক বাস চালককেও গ্রেপ্তার করতে অভিযান চলছে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন