প্রকাশিত: ৭:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২
বিনোদন ডেস্ক : বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। রূপের জাদুতে একসময় মাতিয়েছিলেন হিন্দি সিনেমা। তবে এখন তিনি সিনেমা থেকে দূরে, রাজনীতির মাঠে বেশ জনপ্রিয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে মথুরার লোকসভা সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন নন্দিত এ অভিনেত্রী।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজনীতিতে আসতে চলেছেন। এমনকি তাকেও নাকি মথুরা থেকেই নির্বাচন করতে দেখা যাবে। বিষয়টি নিয়ে হেমার মন্তব্য জানতে চান সাংবাদিকরা। জবাবে কঙ্গনাকে নিয়ে বাঁকা সুরে মন্তব্য করেছেন ধর্মেন্দ্রপত্নী।
হেমা মালিনী বলেন, ‘এটা ভগবানের ইচ্ছের ওপর নির্ভর করছে। ভগবান কৃষ্ণ যা চাইবেন, তাই হবে।’ এর পর তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘মথুরা থেকে তো শুধু সিনেমার তারকারা নির্বাচিত হবেন। স্থানীয় কেউ সংসদ সদস্য হতে চাইলে আপনারা হতে দেবেন না!’
সবশেষে কঙ্গনাকে বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে তুলনা করে বসেন হেমা মালিনী! বলেন, ‘আগামী দিনে রাখি সাওয়ান্তও হয়তো এখান থেকে নির্বাচনে দাঁড়াবেন!’
হেমার এই মন্তব্য শুনে অনেকে অবশ্য সমালোচনা করছেন। কেননা তার স্বামী ধর্মেন্দ্র এবং ছেলে সানী দেওল-ও রাজনীতিতে যোগ দিয়েছেন। সেই তিনিই কিনা তারকাদের রাজনীতিতে আসা নিয়ে খোঁচা দিলেন।
প্রসঙ্গত, কঙ্গনা রানাউত বরাবরই বিজেপিপন্থী। নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের পক্ষে সমর্থন দিয়েছেন তিনি। তবে রাজনীতিতে আসার কথা সরাসরি কখনও বলেননি। কেবল গত বছরের ডিসেম্বরে এক সভায় বলেছিলেন, ‘কোনো রাজনৈতিক দলের সদস্য না হয়েও আমি জাতীয়তাবাদের প্রচার করি, করব।’
এরপর থেকেই গুঞ্জন, তিনি ভোটের মাঠে নামছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest