প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫ লাখ ৪৮ হাজার টাকার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ূন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
এসময় একটি ট্রাকসহ দুই চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ থানার চানদিজান এলাকার আব্দুল করিমের পুত্র মো. মিনহাজুল ইসলাম (৩৭) ও একই জেলার সদর থানার উত্তর সাত শিমুলিয়া এলাকার ধনু মিয়ার পুত্র মো. হাসান মিয়া (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার শ্রমিক রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মুল্য অনুমানিক পনেরো লক্ষ আটচল্লিশ হাজার টাকা। এসময় ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭৩৫৪) জব্দ করা হয়।
এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest