প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২
অনলাইন ডেস্ক : আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন সংঘাতের খবর পাওয়া গেছে। আর্মেনিয়া একটি বিবৃতিতে দাবি করেছে, বুধবার সকালে তাদের সেনাদের লক্ষ্য করে কামান, ছোট অস্ত্র ব্যবহার করে হামলা ও মর্টার ছুঁড়েছে আজারবাইজান।
মঙ্গলবার মধ্যরাতে রক্ষক্ষয়ী সংঘর্ষে আর্মেনিয়ার ৪৯ জন ও আজারবাইজানের ৫০ জন সেনা নিহত হয়েছে। এর একদিন পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আবারও উত্তপ্ত হয়েছে।
অন্যদিকে আজারবাইজান দাবি করেছে তাদের সেনা চৌকি ও বিভিন্ন স্থাপনার ওপর হামলা করেছে আর্মেনিয়ান সেনারা।
এ ব্যাপারে আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমাদের সেনা স্থাপনায় পর্যায়ক্রমে হামলা হচ্ছে। আমাদের সেনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এদিকে নতুন করে হামলার বিষয়টিতে একে-অপরকে দায়ী করেছে দুই দেশ। কিন্তু কে আসল দায়ী সেটি নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
আর্মেনিয়া হলো রাশিয়ার মিত্র দেশ। তাদের ওপর কোনো দেশ হামলা করলে রাশিয়া এগিয়ে আসবে এমন চুক্তি আছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার এগিয়ে আসে রাশিয়া। তাদের পক্ষ থেকে জানানো হয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান-আর্মেনিয়া। কিন্তু এরপরও বুধবার আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সূত্র: আল জাজিরা




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest