প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪
নিউজ ডেস্ক : দ্বাদশ সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ হাছান মাহমুদ। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত কাউকে বেছে নেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে গত পাঁচ বছর তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন হাছান মাহমুদ। আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে চট্টগ্রাম ৭ আসন থেকে নির্বাচিত হয়েছেন হাছান মাহমুদ। তৃণমূল ছাত্ররাজনীতি থেকে উঠে আসা হাছান মাহমুদের বর্ণ্যাঢ্য রাজনৈতিকজীবন রয়েছে।
বিগত পাঁচ বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রোহিঙ্গা সংকট। এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হলেও দেশে রাজনৈতিক অস্থিতিশীলতাকে কেন্দ্র করে দেখা দেয় নতুন সংকট। বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান নেয় পরাশক্তিধর দেশগুলো। এমন বাস্তবতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদল করেন নির্বাচিত সরকারি দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, বিগত বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবচেয়ে চাপে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সামনে এনে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে হোয়াইট হাউজ। এতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এরপর গত ২২ সেপ্টেম্বর এই নিষেধাজ্ঞার প্রয়োগ শুরু হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এছাড়া বিশ্বজুড়ে শ্রম অধিকার রক্ষায় গত ১৬ নভেম্বর নতুন মেমোরেন্ডাম ঘোষণা করেও বিশেষভাবে বাংলাদেশের নাম উচ্চারণ করে উদাহরণ টানেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। সেসময় দেশে শ্রমিক আন্দোলন চলমান থাকায় শ্রম বা বাণিজ্য নিষেধাজ্ঞারও আশঙ্কা দেখা দেয়।
এর ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি দেশে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নির্বাচন সুষ্ঠু হয়নি জানিয়ে বিবৃতি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘসহ পশ্চিমার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক জোট। এছাড়া ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয় বাংলাদেশ। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের কয়েকজন কর্মকর্তা ভিসা নিষেধাজ্ঞার শিকার হন।
অর্থাৎ পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোই হবে এবারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান চ্যালেঞ্জ।
আওয়ামী লীগের টানা চতুর্থমেয়াদে প্রথম দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন ডা. দীপু মনি। দ্বিতীয় মেয়াদে ছিলেন আবুল হাসান মাহমুদ আলী, তৃতীয়বার দায়িত্ব পান ড. এ কে আব্দুল মোমেন। প্রথম মেয়াদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ড. হাছান মাহমুদ এবং এরপর টানা দুই মেয়াদে মো. শাহরিয়ার আলম এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest