ময়না মড়লের আমন্ত্রণে বীর বাংলা নৌকা বাইচ

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

ময়না মড়লের আমন্ত্রণে বীর বাংলা নৌকা বাইচ

মো: উসমান গণি (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি) :৬০ হাত লম্বা একটি বাইচের নৌকা বানিয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের সাদিকুর রহমান (৩০)। তিনি এর নাম দিয়েছেন ‘বীর বাংলা’। লম্বায় অনেক বড় হওয়ায় নৌকাটি ইতোমধ্যে সবার নজর কেড়েছে। গত ১০ই সেপ্টেম্বর রোজ শনিবার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের খামারিবিছ গ্রামের ময়না মড়লের আমন্ত্রণে বীর বাংলা নৌকা বাইচে ও শুভাকাঙ্খী সহ প্রায় ১৫০ /২০০ জন মানুষ উপস্থিত হন,

 

ময়না মড়ল বীর বাংলা নৌকা ও বাইছাল দেখে আনন্দে তাদের নিজ বাড়িতে আপ‍্যায়ন করেন পরে বীর বাংলা নৌকার কান্ডারি সাদিকুর রহমান বাছন কে ধন্যবাদ জানান । সুন্দর একটি নৌকা তৈরী করে মানুষকে আনন্দ দেয়ার জন্য, ময়না মড়ল বলেন, আপ‍্যায়ন শেষে তারা নৌকার বাইছাল নিয়ে আমাদের নদীতে সারি গান গেয়ে কয়েকটি নৌকা দৌড় দেখান, যা দেখে আমাদের এলাকার মানুষ মুগ্ধ হয়।

ময়না মড়ল নিজে একটি খাসি উপহার প্রধান করে, এলাকার মানুষের দাবি বীর বাংলা নৌকার রুপ গুণ ও সুন্দর্য যেন চিরকাল বহাল থাকে, পরিশেষে বিদায় বেলায় হাতের তালির মাধ্যমে উৎসাহ প্রধান করা হয় ।