বিশ্বে আধুনিক দাসত্বের ফাঁদে ৫ কোটি মানুষ: জাতিসংঘ

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

বিশ্বে আধুনিক দাসত্বের ফাঁদে ৫ কোটি মানুষ: জাতিসংঘ

 

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি মানুষকে বাধ্যতামূলক শ্রম অথবা জোরপূর্বক বিয়ের ফাঁদে পড়েছে। নিজেদের ইচ্ছার বিরুদ্ধে বাধ্যতামূলক শ্রম অথবা বিয়ে করার এই সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

 

সোমবার ( ১২ সেপ্টেম্বর) জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়া-ভিত্তিক মানবাধিকার সংস্থা ওয়াক ফ্রি ফাউন্ডেশনের সাথে জাতিসংঘের শ্রম ও অভিবাসন সংস্থা যৌথভাবে এই গবেষণা প্রতিবেদন প্রস্তুত করেছে।

 

এতে দেখা গেছে, গত বছরের শেষের দিকেই কেবল বিশ্বজুড়ে ২ কোটি ৮০ লাখ মানুষ বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত ছিলেন। এছাড়া ওই সময়ে ২ কোটি ২০ লাখ মানুষ ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে একসঙ্গে বসবাস করতে বাধ্য হয়েছেন।

 

জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে সব ধরনের আধুনিক দাসপ্রথা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করলেও ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বে বাধ্যতামূলক শ্রম অথবা জোরপূর্বক বিয়ের ফাঁদে পড়া মানুষের সংখ্যা ১ কোটি বেড়েছে।

 

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রধান গাই রাইডার এক বিবৃতিতে বলেছেন, আধুনিক দাসত্বের পরিস্থিতির উন্নতি হচ্ছে না তা খুবই মর্মান্তিক।

সূত্র: এনডিটিভি